সেলিম মাহবুব,ছাতকঃ প্রায় ১৩ ঘন্টা বিচ্ছিন্ন থাকার পর ছাতক-গোবিন্দগঞ্জ-সিলেট সড়কে যান চলাচল আবারো স্বাভাবিক হয়ে উঠেছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুর এলাকায় অস্থায়ী বেইলী ব্রীজ ভেঙ্গে গেলে এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। গোবিন্দগঞ্জ ও সিলেট যাওয়ার একমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়লে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারন। সড়কের উভয় পাশে আটকা পড়ে কয়েক শ’ যাত্রী ও মালবাহী গাড়ী। অনেকেই পায়ে হেটে ব্রীজের এপার-ওপার গন্তব্যে যাত্রা করতে দেখা গেছে। সোমবার ভোর প্রায় ৩টার সময় অস্থায়ী বেইলী ব্রীজের সাপোট এঙ্গেল খসে পড়ে ব্রীজে মাঝা-মাঝি অংশ ভেঙ্গে পড়ে যায়। এসময় কোন যানবাহন ব্রীজের উপর না থাকায় কোন ধরনের দূর্ঘটনা ঘটেনি। ছাতক গোবিন্দগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে একযোগে ৬টি নতুন ব্রীজ নির্মাণের কাজ চলছে। সড়ক যোগাযোগ স্বাবাবিক রাখার জন্য নির্মাণাধীন প্রতিটি ব্রীজের পাশে বিকল্প হিসেবে অস্থায়ী বেইলী ব্রীজ নির্মাণ করে সংশ্লিষ্ট ঠিকাদার। প্রায় ৪ মাস পূর্বে পুরাতান ব্রীজ ভেঙ্গে নতুন ব্রীজের কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এর পর থেকেই এসব অস্থায়ী ব্রীজ দিয়ে যান চলাচল করে আসছে নিয়মিত। সোমবার ভোরে মাধবপুর এলাকার অস্তায়ী বেইলী ব্রীজ ভেঙ্গে গেলে প্রায় ১৩ ঘন্টা চেষ্টার পর বিকেল ৪াটা থেকে আবারো যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে।
ব্রীজ ভেঙ্গে ১৩ ঘন্টা যান চলাচল বন্ধ !!!
ক্রাইম নিউজ ঢাকা
February, 23, 2021, 7:04 am
অন্যান্য, এক্সক্লুসিভ, চট্টগ্রাম, সারাদেশ, সিলেট |
181 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।