ছাতক প্রতিনিধিঃ ছাতকে যথাযোগ্য মর্যাদায় ২১ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পরে যথাক্রমে উজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ ও প্রশাসন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে ছাতক পৌরসভা, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওামীলীগ ও সহযোগী সংগঠন, কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ. ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের নেতৃত্বে ছাতক প্রেসক্লাব পুস্পস্তোবক অর্পন করা হয়। এ ছাড়া জাতীয় পার্টি, ছাতক থানা, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন, ছাতক কৃষি সম্প্রসারন অধিদপ্তর, ছাতক আবগারী ও ভ্যাট সার্কেল এবং ছাতক শুল্ক ষ্টেশন, ছাতক সরকারী ডিগ্রী কলেজ, টেকনিকেল স্কুল এন্ড কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সওজ উপ বিভাগ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, মুজিবুর রহমান একাডেমী, সেলস অফিসার ঐক্য পরিষদ, ফারিয়া ছাতক, ইয়াংষ্টার ব্লক ছাতক-দোয়ারা, রিক্সা মালিক সমবায় সমিতি, ছাতকের ঐতিহ্য, এক্স-ক্যাডেট এসোসিয়েশন, বিডিক্লিনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুস্প স্তবক অর্পন করেন। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্ত্বর থেকে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরী। পরে শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অমর একুশে স্মৃতিচারনমুলক আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, এএসপি(ছাতক সার্কেল) বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনূল হুসেন চৌধুরী, ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন, প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস, সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম প্রমুখ। সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ছাতকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ক্রাইম নিউজ ঢাকা
February, 22, 2021, 12:40 pm
অন্যান্য, আন্তর্জাতিক, বিভাগীয় খবর, রাজনীতি, সারাদেশ, সিলেট |
227 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।