নুরুল আলম টেকনাফ কক্সবাজার জেলা টেকনাফ র্যাব-১৫এর দলের অভিযান চালিয়ে ৬কেজি গাঁজা নিয়ে হ্নীলার ইসমাঈলসহ ৩জনকে আটক করেছে। কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে জানাই ,২১ ফেব্রুয়ারী বিজয় মাসে রবিবার) দুপুর ২টারদিকে র্যাব-১৫ এর একটি দল আভিযানিক দল গাঁজা বিক্রয়ের সংবাদ পেয়ে কক্সবাজার সরকারী কলেজ গেইটস্থ ইত্যাদি রহিম ষ্টোরের” সামনে পাঁকা রাস্তার উপর অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে টেকনাফের হ্নীলা পূর্ব পানখালীর মীর কাশেমের পুত্র মোঃ ইসমাঈল (৪০), কক্সবাজার সদরের খরুলিয়া কোনার পাড়ার মোঃ মনসুর আলমের স্ত্রী কমলা বেগম (৩০) এবং ২০নং উখিয়া টেকনাফের কুতুপালং ক্যাম্পের অনুপ্রবেশ কারী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এস-৩,বি/৫ এর বাসিন্দা মোঃ জাবেরের স্ত্রী নুর নাহার ৩২) কে একটি ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৬ কেজি গাঁজা পাওয়া যায়. অনুপ্রবেশ কারী বিরুদ্ধে মাদক মামলা রটিয়েছ বলে জানা যায়।
রোহিঙ্গা জনগোষ্ঠীর ইসমাঈলসহ ৬কেজি গাঁজা নিয়ে র্যাবের হাতে আটক-৩
ক্রাইম নিউজ ঢাকা
February, 22, 2021, 6:10 am
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, সারাদেশ |
104 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।