মোজাম্মেল আলম ভূঁইয়া- হাওরাঞ্চল প্রতিনিধি,সুনামগঞ্জ:আমরা ব্রিটিশ বেনিয়া নই। একদফা দিয়ে আমাদের তাড়িয়ে দেবে। আওয়ামীলীগ দেশ স্বাধীন করেছে। জনগনের ভোটে ক্ষমতায় এসেছে। যতদিন জনগন চাইবে ততদিন আমরা মানুষের কাজ করবো। বিএনপির কথায় কান না দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই। আজ শনিবার (২০শে ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় জেলার দিরাই উপজেলার জগদল ২০শয্যা বিশিস্ট হাসপাতালের সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন। হাসপাতাল উদ্বোধন শেষে অনুষ্ঠিত সভায় পরিকল্পনা মন্ত্রী আরো বলেন- বর্তমান সরকারের আমলে উন্নয়ন মূলক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। স্বাস্থ্য খাতে আনা হয়েছে বিরাট পরিবর্তন। উপজেলা পর্যায় থেকে শুরু করে বর্তমানে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া হচ্ছে। যা অন্য কোন সরকারের আমলে এমন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ শাসম উদ্দিন, সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা দপল, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছাব উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়া, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুল আলম চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়, কৃষকলীগের সভাপতি তাজুল ইসলাম। তাদের সাথে ছিলেন- পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামসুল হক মঙ্গলা মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরীসহ দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উল্লেখ্য,২০১৩সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলীকে নিয়ে জগদল হাসপাতালটির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছিলেন প্রয়াত সাবেক মন্ত্রী সুরঞ্জিন সেনগুপ্ত। নির্মাণ কাজ শেষে প্রায় ৮বছর পর এই হাসপাতালটির সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
আমরা ব্রিটিশ বেনিয়া নই একদফা দিয়ে আমাদের তাড়িয়ে দেবে : পরিকল্পনামন্ত্রী
ক্রাইম নিউজ ঢাকা
February, 20, 2021, 4:04 pm
অন্যান্য, আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, মতামত, রাজনীতি, সারাদেশ |
141 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।