নুরুল আলম টেকনাফঃ আজ দুপুর অনুমান ৩ ঘটিকার সময় টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে টেকনাফ থানা এলাকা হতে মাদক মামলায় ১০ (দশ) বছরের সাজাপ্রাপ্ত আসামী সশ্রম কারাদন্ড ও ৫,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত অনাদায়ে আরো ০৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করলেন আদালত জিআর পরোয়ানাভুক্ত আসামী টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া, এলাকায় মোঃ ইসমাইল এর পুত্র সৈয়দ মিয়া (৪২),পুলিশের জালে আটক। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা যায় এবং দ্রুত কক্সবাজার জেলা আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।