,


শিরোনাম:
«» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্হানীয় শ্রমিকে বাদ দিয়ে অল্প টাকার বিনিময় রোহিঙ্গাজনগোষ্ঠী কে ব্যবহার করেছে।

নুরুল আলম ,টেকনাফঃ  ভবন নির্মানের পিলার চাপায় হ্নীলায় এক রোহিঙ্গা ও শ্রমিকে রাজ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। টেকনাফেএই ঘটনাটি ঘটে ১৮ ফেব্রুয়ারী.২০২১. বৃহস্পতিবার বেলা ১ টার দিকে হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী গ্রামের মাহামুদুল হাসান এর বাড়িতে। সুত্রে জানা যায়, স্হানীয় কর্মজীবি কে কাজে কেত্রে কর্ম প্রকাশ না রেখেই। অল্প টাকার বিনিময় ব্যবহার করেছে লেদার ইঞ্জিনিয়ারিং অনুপ্রবেশ কারী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো: এহসান উল্লাহকে। হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী গ্রামের মাহামুদুল হাসান এর বাড়ীতে অবৈধ কারবারী কে রাজ মিস্ত্রী হিসাবে কাজ করতো। এসময় আরসিসি পিলার ভেংগে তার উপর চাপায় পড়ে গুরুতর আহত হয়ে অবশেষে মৃত্যু শাহাদাত বরন করেন তিনি লেদা রোহিঙ্গা জনগোষ্ঠী -২৪ এলএমএস এর ই-ব্লকের ২৩৮) নং রুমের এফসিএন নম্বও, ২৬১২৫১, অনুপ্রবেশ কারী অস্তায়ী বাসিন্দা মোহাম্মদ কালা মিয়ার পুত্র । শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ ঘটনাস্থল থেকে ক্যম্পের বাড়ী নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ দাফনের প্রস্তুতি চলছে বলেও জানা সুত্রে জানা যায়।অতএব এই ব্যাপারে রোহিঙ্গা কে যারা যে কোনো মুহূর্তে ঝুঁকি নিয়ে কাজে কেত্রে রাস্তা ঘাটে দাঁড়িয়ে ব্যবহার করেছে তাদেরকে খুজে বাহির করা হোক এবং আইনের আওতায় অন্তর্ভুক্ত করা হোক।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ