,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

আপোষের নামে হত্যাচেষ্টা, বিচারের দাবিত ভুক্তভোগী

 মোঃ খোরশেদ আলম, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের ফট্কিছড়ি বিবির হাটে নির্মাণাধীন এক্সেস ফটিক প্লাজায় দোকান বরাদ্দে প্রতারণা ও আপোষের নামে হত্যা চেষ্টার অভিযোগ এনে ফটিকছড়ির মাইজপাড়া এলাকার মোঃসামশুল আলমের পুত্র প্রবাসী মোঃনুরুল আলম এর সংবাদ সম্মেলন গত ১৮ ফেব্রুয়ারি বেলা ১২টায় নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের মৃত মোঃআহমদ সফার পুত্র হাবিবুল্লাহ বাহার ও এক্সেস ফটিক প্লাজার এমডি মোঃ শফিউল আলম এর বিরুদ্ধে প্রবাসী মোঃনুরুল আলম ব্যাপক প্রতারণা ও হত্যার চেষ্টার অভিযোগ আনেন। লিখিত বক্তব্যে প্রবাসী মোঃনুরুল আলম বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে আমি বিদেশ হতে দেশে ফেরার পর সাময়িক পরিচয় সূত্রে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর বিভাগ শহিদুল আলম এর বড় ভাই হাবিবুল্লাহ বাহার ও এক্সেস ফটিক প্লাজার এমডি শফিউল আলম এক্সেস ফটিক প্লাজার দোকান বরাদ্দ নেওয়ার প্রস্তাব করলে আমি ১ম তলায় ২৪০ ও ২৪১নং দোকান জন্য রশিদ মূল্যে ৫ পাঁচ লক্ষ টাকা প্রদান করে দোকানদ্বয় বরাদ্দ নিই। যা আমাকে দলিল প্রদান করেন। হাবিুল্লাহ বাহার ১মপক্ষ হয়ে রশিদ মূল্যে বিভিন্নভাবে ২৭ লক্ষ ৫০ হাজার টাকা আমার নিকট থেকে গ্রহণ করে। পক্ষান্তরে তারা প্রতারনা করে আমার অজান্তে ২৪০নং দোকান ভূমি মালিক মহিউদ্দীনের নিকট হস্তান্তর করেন। হাবিুল্লাহ বাহার এর ভাই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হওয়ায় প্রশাসনিকভাবে প্রভাব খাটিয়ে সে সাধারণ জনগণের সাথে প্রতারনা চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সর্বশেষ গত ১০ জানুয়ারি তারিখে উক্ত ব্যক্তিবর্গ আপোষের কথা বলে আমাকে ডেকে নিয়ে বায়েজিদ থানার অধীনে চন্দ্রনগর আবাসিকে জোনে  বিল্ডিংয়ের ১ম তলায় হাবিুল্লাহ বাহার এর অফিসে বিকাল আনুমানিক সাড়ে তিনটায় ঢোকার মুহুর্তে হাবিুল্লাহ বাহার ও এক্সেস ফটিক প্লাজার এমডি মো. শফিউল আলম আমাকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যার চেষ্টা করে। আমি কোন রকমে প্রাণে বেঁচে বায়েজিদ থানায় পৌঁছাই এবং থানার ওসি কে মৌখিকভাবে অভিযোগ করলে তৎক্ষনাৎ পুলিশ ফোর্স প্রেরণ করেন। উপস্থিত তদন্ত অফিসারকে ঘটনার সিসি ভিডিও ফুটেজ জব্দ করার জন্য অনুরোধ করি। ঘটনা তদন্ত করার পর থানার অফিসাররা সত্য ঘটনা জানার পরও মামলা নিতে অপরাগতা প্রকাশ করেন। থানার অফিসাররা বলেন, হাবিবুল্লাহ বাহারের ছোটভাই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বিধায় আমাদের পক্ষে মামলা নেওয়া সম্ভব হচ্ছে না। থানার কর্মকর্তাগণ আমাকে মামলাটি আদালতে করার জন্য পরামর্শ দেয়। এরপর আমি হাবিবুল্লাহ বাহারের বড় ভাই অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শহিদুল আলম (ট্রাফিক উত্তর বিভাগ) এর কাছে গিয়ে বিষয়টি বিস্তারিত অবহিত করি। এরপর শহিদুল আলম বলেন, হাবিবুল্লাহ বাহারকে টাকা দেওয়ার সময় তুমি কী আমাকে বলে দিয়েছো। এক্ষুনি অফিস থেকে বেরিয়ে যাও। অন্যদিকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল আলমের কাছে যাওয়ার খবর পেয়ে হাবিবুল্লাহ বাহারের গ্যাংগ আমার উপর ক্ষেপে যায়। আমাকে জানে মেরে ফেলা, পুলিশ দিয়ে ক্রসফায়ার ও মিথ্যা মামলা দায়ের করার হুমকি দেয়। আমি এক পর্যায়ে বিষয়টি মাননীয় স্বরাষ্ট মহোদয়কে জানালে তিনি আমাকে মাননীয় পুলিশ কমিশনারের সাথে দেখা করতে বলে। মাননীয় পুলিশ কমিশনার ফটিকছড়ি এলাকাটি তার আওতাধীন নয় বলে জানিয়ে আমাকে মাননীয় পুলিশ সুপারের কাছে যেতে পরামর্শ দেন। আমি নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহামান্য আদালতে গত ১৫ ফেব্রুয়ারি ২০২১ ইং সি আর মামলা দায়ের করি। আমি দেশের প্রশাসনের কাছে আমার জীবনের নিরাত্তা, দোকান পুনরুদ্দার ও আসামিদের শাস্তি দাবি করছি। তিনি আরো বলেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে জীবনের সমস্ত সঞ্চয় বিনিয়োগ করে দোকান ক্রয় করেছি। কতিপয় প্রশাসনের পরিচয়ে তাদের লোকজন প্রতারণা করে আমাদেরকে পথের ভিখারী বানানোর পায়তারা করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমাদের বাঁচান, আমাদের রক্ষা করুন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ