সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মৎস্য কর্মকর্তা মাসুদ জামান, ছাতক থানার ওসি(তদন্ত) মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, আমার বাড়ি আমার খামারের জুলকার নাইন, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, শিক্ষক প্রনব দাস মিটু প্রমুখ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।