সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যকমের উপর এক অবহিতকরন সভা মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অথিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। বক্তব্য রাখেন, ডাঃ রায়হান আহমদ, ছাতক থানার ওসি(তদন্ত) মিজানুর রহমান, এমডিভি সুপারভাইজার মাহতাব উদ্দিন আহমদ, শাকিল খান, আওয়ামীলীগে নেতা চান মিয়া চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, সময়মতো ভ্যাকসিন নিলে জলাতঙ্ক রোগ ভালো হয়। কুকুরে কামড় দিলে ক্ষতস্থান ভালোভাবে সাবান দিয়ে ধৌত করে নিকটস্থ হাসপাতাল বা ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে রোগীকে ভ্যাকসিন নিতে হবে। এখানে অন্য কোনো বিকল্প পদ্ধতি গ্রহন করা বিপদজনক হতে পারে। আগামী ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত জলাতঙ্ক নির্মূলে ক্যাম্পিং অনুষ্ঠিত হবে।
ছাতকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরন সভা
ক্রাইম নিউজ ঢাকা
February, 17, 2021, 8:13 am
অন্যান্য, এক্সক্লুসিভ, সারাদেশ |
131 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।