নুরুল আলম টেকনাফ কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ইয়াবার একটি চালান উদ্ধার করেছেন বর্ডার গার্ড ২বিজিবি একটি দল অভিযান পরিচালনা করে ৭৫ লাখ টাকার মূল্যমানের ২৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলবার রাত ৪ টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদাখাল নামের এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, উপজেলার হ্নীলা লেদা সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদ পায় বিজিবি। এ খবরে লেদা বিজিবি একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেন। মঙ্গলবার রাত চারটার দিকে তিনজন ব্যক্তিকে একটি প্লাস্টিকের বস্তা মাথায় করে লেদা চৌকির বিআরএম-১১ হতে ১ কিলো মিটার দক্ষিণ-পূর্ব দিক দিয়ে আসতে দেখেন ২ বিজিপি টহল দল । এ সময় তাঁদের আটক করার জন্য সামনের দিকে অগ্রসর হলে তাঁরা বিজিবির উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তাটি ফেলে পার্শ্ববর্তী গ্রামে ঢুকে পালিয়ে যান। পরে বিজিবি একটি বিশেষ দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাচারকারীর ফেলে যাওয়া একটি বস্তার ভেতর থেকে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করেন। বিজিবি জানিয়েছেন
টেকনাফ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৭৫লাখ টাকার মালিক বিহীন ২৫ হাজার ইয়াবা উদ্ধার
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।