হাওরাঞ্চল প্রতিনিধি,সুনামগঞ্জ:সুনামগঞ্জে এক লম্পট যুবকের ইভটিজিং হতে রক্ষা পেতে ভোক্তভোগী
স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি সেই ইভটিজার লম্পট যুবক। তার নাম- রকিব মিয়া (২০)। সে জেলার তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের আলী রেজার ছেলে। এঘটনার প্রেক্ষিতে গত শনিবার (১৩ই ফেব্রুয়ারী) রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে স্কুলছাত্রীর বাবা।
এব্যাপারে এলাকাবাসী ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়- জেলার তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল মডেল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়–য়া ছাত্রীকে দীর্ঘদিন যাবত কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত
করছিল লম্পট রকিব মিয়া। এঘটনার প্রেক্ষিতে প্রায় ৩মাস আগে দক্ষিণকুল গ্রামে গ্রাম্য শালিস হয়। তাতে আরো ক্ষেপে যায় লম্পট রকিব। সালিশের পর থেকে স্কুলছাত্রী ও তার মায়ের মোবাইলে হুমকি ও
আপত্তিকর এসএমএস দিতে শুরু হরে। এমতাবস্থায় কোন উপায় না পেয়ে গত শুক্রবার (১২ই ফেব্রুয়ারী) সন্ধ্যায়
ঘরে থাকা জমিতে দেওয়ার কীটনাশক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে ওই স্কুল ছাত্রীকে আশংকাজনক অবস্থায় রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বর্তমানে ৪দিন যাবত ওই স্কুলছাত্রী চিকিৎসাধীন রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি সেই লম্পট ইভটিজার রকিব মিয়াকে। এব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বলেন- স্কুলছাত্রীর ইভটিজার লম্পট রকিব মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।