নুরুল আলম, টেকনাফঃ টেকনাফে র্যাব সদস্যরা পৃথক মাদক বিরোধি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ২জন পাচারকারীকে আটক করেছে। । সুত্র জানায় গত ১২ফেব্রয়ারী রাত সাড়ে ১২ টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি দল আভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপনীয় সংবাদ পেয়ে টেকনাফের হোয়াইক্যং বাজারের দক্ষিণে ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা ইউনিয়নের পূর্ব ফুলের ডেইলের এলাকার মৃত মোহাম্মদ মুসলিম উদ্দিনের ছেলে মোঃ আব্দুল আমিন ৩৭) কে একটি পলিথিন ব্যাগসহ আটক করা হয়েছে পরে স্বাক্ষীদের উপস্থিতিতে হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী চালিয়ে ৫হাজার ৯শ ৭০টি ইয়াবা পাওয়া যায় কারবারীর হাতে।. স্হানীয় সাধারণ নিরহ স্বাক্ষী গন প্রায় বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভুক্ত আসামীরা কারা গার থেকে জামিনে আসার পরে মাদক কারবারী মাঠে ময়দানে অবস্থান নিয়ে ছে ও দিন দিন বেপরোয়া হয়ে গেছে ইয়াবা ব্যবসায়ীরা অপরদিকে রাত সোয়া ৮টারদিকে র্যাব-১৫ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিট অফিস সংলগ্ন সড়কে বিশেষ অভিযান চালিয়ে পালানোর সময় ধাওয়া করে টেকনাফ উপকুলিয় বাহারছড়া এলাকার হলবনিয়া মিয়া পাড়ার আবুল ফরিদের ছলে করিম উল্লাহ ২৫)কে একটি পলিথিনসহ আটক করে। স্বাক্ষীগণের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৭হাজার ৯শ ৬০ টি মরণ নেশা ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধীর বিরুদ্ধে মামলা দায়েরের পর আটক কৃত ইয়াবাও আসামীসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে কক্সবাজার জেলা র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করে জানিয়েছেন।
মাদক বিরোধি অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক ২
ক্রাইম নিউজ ঢাকা
February, 13, 2021, 7:30 am
অন্যান্য, অপরাধ, এক্সক্লুসিভ, সারাদেশ |
97 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।