,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতার পুরস্কারে ভুষিত ছাতকের মেয়র

 ছাতক প্রতিনিধিঃ ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, পৌরসভার টানা চার বারের নির্বাচিত মেয়র আবুল কালাম চৌধুরী সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতার পুরস্কার গ্রহন করেছেন। বৃহস্পতিবার দুপুরে কর অঞ্চল সিলেটের অধিক্ষেত্রাধীন সুনামগঞ্জ জেলার সার্কেল-১৮ এর কার্যালয়ে অতিরিক্ত সহকারী কর কমিশনার সালেহ আহমদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি সর্বোচ্চ করদাতার ক্রেষ্ট ও সনদ গ্রহন করেন। জেলার সর্বোচ্চ করদাতা আবুল কালাম চৌধুরী মেসার্স কালাম এন্ড কোং এবং মেসার্স এ.কে ফিলিং এন্ড সি.এন.জি স্টেশনের স্বত্বাধিকারী। সরকার ঘোষিত “সিটি কর্পোরেশন/ জেলা ভিত্তিক সর্বোচ্চ করদাতা এবং দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮ এর বিধিমালা অনুযায়ী ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীকে ২০১৯-২০২০ কর বর্ষে সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। জেলার শ্রেষ্ট করদাতা হিসেবে ৭ জনকে পুরস্কৃত করা হয়। সম্মাননা কেষ্ট প্রদান অনুষ্ঠানে অন্যাদের মধ্যে ছাতক সার্কেল-২০ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ ফখরুজ্জামান সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সালেহ আহমদ, সাধারন সম্পাদক একেএম মহিম সহ শ্রেষ্ট করদাতাগন উপস্থিত ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ