মোঃ খোরশেদ আলম, বিশেষ প্রতিনিধিঃ ১০/০২/২০২১ইং তারিখ রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আবদুল জলিল মহোদয়ের নেতৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান, এসআই নাসিম উল হক ইমরান, এসআই আব্দুল কুদ্দুছ সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া গত ০৭/০২/২০২১ইং তারিখ রায়পুর থানাধীন ০৮ নং দক্ষিন চরবংশী ইউপির ০৭নং ওয়ার্ডস্থ চর কাছিয়া সাকিনের বাহার মোল্লারহাট নামক স্থানে কিশোরীকে ধর্ষনের ঘটনায় ধর্ষক(বাম থেকে) ১) আবু বকর ওসমানী প্রঃ রেজা পাটোয়ারী(২৮), পিতা-ওসমান গনি, সাং-দক্ষিন রায়পুর(আব্বাস আলী পাটোয়ারী বাড়ী), থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর সহ নিয়মিত মামলার আসামী ২) রাফসান আহাম্মদ অভি, পিতা-অলি আহাম্মদ, সাং-দক্ষিন রায়পুর, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর, ৩) মোঃ আনোয়ার, পিতা-সামছুল হক, সাং-গোবিন্দপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর সহ ০৩ জন আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
রায়পুর থানায় ধর্ষন মামলার আসামী সহ গ্রেফতার-৩
ক্রাইম নিউজ ঢাকা
February, 11, 2021, 5:34 am
অন্যান্য, অপরাধ, এক্সক্লুসিভ, সারাদেশ |
182 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।