সৌরভ কুমার দেবনাথ, ঈশ্বরদীঃ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া আলোচিত পাবনা পৌরসভা নির্বাচনের ফলাফল স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনের প্রাপ্ত ভোট পুনরায় গণনার নির্দেশ দেওয়া হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার (১০) ফেব্রুয়ারি বিকেলে বিচারপতি মুজিবর রহমান ও বিচারপতি কামরুল ইসলাম মোল্লার দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে পাবনা পৌরসভা নির্বাচনের ভোট পুনরায় গণনা চেয়ে কমিশনের আবেদনের পর হাইকোর্টে রিট দায়ের করেন ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনি। উল্লেখ্য, গত শনিবার (৩০) জানুয়ারি প্রশংসীয় ভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আলোচিত পাবনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নাটকীয় ভাবে আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শরিফ উদ্দিন প্রধানকে মাত্র ১২২ভোটের ব্যবধানে তিনি আওয়ামী লীগের প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনিকে পরাজিত করেন। নারিকেল গাছ প্রতীক নিয়ে যুবলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন প্রধান পেয়েছেন ২৭৯৬৯ ভোট।আর নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি পেয়েছেন ২৭৮৪৭ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নূর মোহাম্মদ মাসুম বগা পেয়েছেন ৭৫০৪ ভোট। হাতপাখা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ১৬৫৯ ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি মনোনীত চৌধুরী মোঃ মাহাবুবুল হক পেয়েছেন ২৭৬ ভোট।
নির্বাচনের ফলাফল স্থগিতের আদেশ হাইকোর্টর
ক্রাইম নিউজ ঢাকা
February, 11, 2021, 5:25 am
আইন-আদালত, এক্সক্লুসিভ, পাবনা, সারাদেশ |
307 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।