নুরুল আলম টেকনাফঃ টেকনাফ বাহারছড়া শামলাপুর ২৩নং রোহিঙ্গা শিবির থেকে ৭৮পরিবারের ৩৪১ জন অনুপ্রবেশ শিবির নারী-পুরুষ শিশুসহকে অন্য স্হানে স্থানান্তর করা হয়েছে। সুত্রে জানা যায়,সোমবার (৮ ফেব্রুয়ারিত ) বিকাল ৩ টারদিকে বাহারছড়া শামলাপুর খেলার মাঠ থেকে শামলাপুর ২৩নং রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ব্লক হতে উখিয়া কুতুপালং- বালুখালী মেগা স্হান ১৯ ও ২০সহ পাশাপাশি অন্যান্য রোহিঙ্গা শিবিরে তাদের আত্মীয় স্বজন অবস্থানকারী স্হানে সদিচ্ছায় যেতে ইচ্ছুক ৭৮ পরিবারের ৩৪১জন অনুপ্রবেশ কারী সদস্য আর সি সি অফিস কর্তৃক প্রদানকৃত বাস- ট্রাক যোগে উখিয়া উপজেলার কুতুপালং এবং বালুখালীর বিভিন্ন ঠিকানায় গমন করে।
টেকনাফে ৬ষ্ঠ ধাপে ৩৪১ জন রোহিঙ্গা স্থানান্তর
ক্রাইম নিউজ ঢাকা
February, 8, 2021, 3:26 pm
অন্যান্য, আন্তর্জাতিক, সারাদেশ |
75 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।