গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে প্রতিদিন মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল ০২ জানুয়ারী মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছা থানাধীন মহেশপুর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী, মোঃ হাফেজ আলী বেপারী (৫০), পিতা মৃত-জাবেদ আলী বেপারী, মাতা মৃত-জয়গন নেছা, সাং-মহেশপুর, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ। অন্য দিকে ডিবি পুলিশের এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ফুলবাড়ীয়া থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচলনাকালে একই তারিখ ফুলবাড়ীয়া থানাধীন পাঁচকুশমাঈল থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী, মোঃ খাইরুল ইসলাম (৩৫), পিতা মৃত-খোরশেদ আলম, মাতা-মোছাঃ আমেনা বেগম, সাং-কুশমাঈল (চান্দের বাজার), আতাউল ইসলাম সানি (৩০), পিতা মৃত-আবু সাইদ, মাতা-মোছাঃ মোমেনা বেগম, সাং-কুশমাঈল পানের ভিটা, উভয় থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা নেয়া হয়েছে। তা ছাড়া গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানা গেছে।
ডিবি’র অভিযানে ০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-০৩
ক্রাইম নিউজ ঢাকা
February, 3, 2021, 10:51 am
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, বিভাগীয় খবর, ময়মনসিংহ |
282 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।