নুরুল আলম টেকনাফঃ টেকনাফ উপজেলা ও পৌরসভার লামার বাজারে হাট বাজার সমূহে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।ফলে সাধারণ নিম্নবিক্ত পরিবারের ছেলে-মেয়েদের বিবাহ বন্ধন প্রায় বন্ধ হয়ে পড়েছে। সোনার দোকান ও জুয়েলারী মার্কেট পরিদর্শন ও এদের সাথে কথা বলে জানা যায়,বর্তমানে প্রতিটি খাঁটি বেটার সোনার প্রতি ভরির দাম ৬৮হাজার টাকা,আর গিন্নি প্রতিভরির দাম ৬৪ হাজার টাকা। অন্যান্যগুলো ৬০হতে ৬২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সোনার দাম ওঠা-নামা বিষয়ে জানতে চাইলে জুয়েলারী সমিতির লোকজন জানান,সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক রুটে জাহাজ চলাচল প্রায় বন্ধ। এছাড়া দেশের আমদানী-রপ্তানী পর্যায়ে ও অনেক দেশের সাথে বানিজ্য বন্ধ রয়েছে আমাদের দেশের সাথে। ইহা সর্বাঙ্গে চালু ও করোনা ভাইরাস স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত সোনার দাম ওঠা-নামা করবে। এখানে আমাদের করার কোন কিছুই নেই বলে জানান। অপরদিকে সাধারণ লোকজন জানান,সোনার দাম বৃদ্ধির ফলে আমাদের ছেলে-মেয়েদের বিবাহ দিতে পারছিনা। একদিকে সোনার দাম বৃদ্ধি অন্যদিকে বিবাহের উপকরণের দাম বাড়ার কারণে প্রায় এলাকা মধ্যে সাধারণ পরিবারের ছেলে-মেয়েদের বিবাহ বন্ধন বন্ধ হয়ে পড়েছে। টেকনাফে বিবাহ কাবিন রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করা হলে কাজীগণ জানান,অতীতে এসময়ে বিবাহের ধুম পড়ে যেত। কিন্তু ইদানিং মাসে উপজেলা ও পৌরসভায় ৩০/৪০টি বিবাহ হয়না। ফলে আমরা সরকারের বেঁধে দেওয়া রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছিনা।সকল লোকজনদের অভিযোগ সোনার দাম আকাশ ছোয়া। বিবাহ বন্ধন বন্ধ থাকার কারনে সমাজে বিভিন্ন অপরাধ প্রবনতা বেড়েই চলেছে। নারী ও শিশু নির্যাতন মাত্রা বেড়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানান। উপযুক্ত ছেলে-মেয়েদের নিয়ে নিম্নবিক্ত পরিবারের লোকজন পড়েছে মহাবিপদে। এবিষয়ে প্রশাসনিক ভাবে সোনার দাম বেড়ে যাওয়ার হেতুটি কি তলিয়ে দেখা একান্ত দরকার বলে স্থানীয় সচেতন মহল জানান।
সোনার বাজারে আগুণঃ বন্ধ হয়ে পড়েছে নিম্নবিত্ত পরিবারের বিবাহ বন্ধন
ক্রাইম নিউজ ঢাকা
February, 3, 2021, 10:10 am
অন্যান্য, অপরাধ, এক্সক্লুসিভ, জাতীয় |
216 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।