নুরুল আলম, টেকনাফঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত যুবককে উদ্ধার করেছে পরিবারের নিকট হস্তান্তর করেছে এপিবিএন পুলিশ সদস্যরা। ৩১ জানুয়ারী (রবিবার) দুপুরে টেকনাফের নয়াপাড়া পুলিশ ক্যাম্পের ১৬এপিবিএন সদস্যরা হ্নীলা ইউনিয়নের দরগাহ ষ্টেশন এলাকা থেকে লেদা ২৪নং এলএমএস ক্যাম্পের এ-ব্লকের ৯১নং রোমের বাসিন্দা নুরুল হাকিমের পুত্র সাদ্দাম হোসেন (১৯) কে উদ্ধার করে ব্লক মাঝিসহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী রাত ৮টারদিকে ডি-ব্লক সংলগ্ন তুলাবাগান এলাকা হতে ৪/৫জন অজ্ঞাত সন্ত্রাসী রোহিঙ্গা যুবক সাদ্দামকে অপহরণ করেন। এই ঘটনার খবর পেয়ে এপিবিএন পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযানের পর অপহরণকারীরা নিরুপায় হয়ে অপহৃত যুবককে ফেলে পালিয়ে গেলে তাকে উদ্ধার করা হয়। সংবাদের সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।