নুরুল আলম, টেকনাফঃ প্রকাশিত ৩১ শে জানুয়ারী রবিবার টেকনাফে একলাবের বাস্তবায়নে ইয়ুথ এনগেজমেন্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনটি ইউএনডিপি কক্সবাজারের সহযোগিতায় শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়ে দুদিনব্যাপী চলে। এ সময় একলাবে কর্মরত কেফায়েত উল্লাহ সাজ্জাদের সঞালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শওকত হোসেন, মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল আলিম, রেডিও নাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন। এছাড়াও এতে ইয়ুথগণ, সরকারী কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী ইয়ুথ এনগেজমেন্ট প্রোগ্রাম বাংলাদেশ স্কাউটস টেকনাফ উপজেলা টিমের মাধ্যমে টাবু জলসা শেষে সম্পন্ন হবে। ইউএনও বলেন, এ ইরকম সুন্দর ও সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজনের জন্য একলাবকে ধন্যবাদ জানায়। যা স্কুলের ছাত্র/ ছাত্রীসহ যুবকদের জন্য খুবই প্রয়োজন ছিল। অবশেষে একলাবকে এইরকম সচেতনতামূলক প্রোগ্রাম কমিউনিটিতে আরও আয়োজন করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।