নুরুল আলম{টেকনাফ} প্রতিনিধিঃ টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপকহারে কুকুর টিকাদান এমডিভি কার্যক্রমের ওপরে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে হাসপাতালের এমওডিসি ডাঃ প্রণয় রুদ্রের সঞালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শওকত আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক, শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদ হোসেন চৌধুরী, একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার, ঢাকা মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি সুপারভাইজার মোঃ তানজিল হাসান। ভিডিও প্রজেক্টরে দেখিয়ে আলোচনায় অংশ নেন ঢাকা মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম। সভায় জলাতঙ্ক রোগ থেকে বাচতে টেকনাফ উপজেলার আওতাধীন পৌরসভা ও সকল ইউনিয়নে কুকুরকে জলাতঙ্ক টিকা দেওয়ার উপরে গুরুত্বারোপ করা হইবে
কক্সবাজার টেকনাফে ব্যাপকহারে কুকুর টিকাদান কার্যক্রমের ওপরে অবহিতকরণ সভা
ক্রাইম নিউজ ঢাকা
January, 27, 2021, 5:18 pm
কক্সবাজার, বিভাগীয় খবর, সারাদেশ |
119 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।