হাওরাঞ্চল প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে ১৩ বছরের এক স্কুলছাত্রী অন্তঃসত্বা হওয়ার ঘটনা ঘটেছে।
এজন্য দায়ী করা হচ্ছে স্কুলছাত্রীর তালতো ভাইকে। এঘটনার প্রেক্ষিতে আজ বুধবার (২৭শে জানুয়ারী) দুপুরে অন্তঃসত্বা স্কুলছাত্রীর বড়ভাই বাদী হয়ে থানায় মামলা নং-২৮ দায়ের করেছেন। মামলা দায়ের পর অভিযুক্ত তালতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত তালতো ভাইয়ের নাম-মোঃ সোলেমান মিয়া (২৬)। সে জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের আপ্তাব আলী ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- গত ৫ই নভেম্বর জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের অবস্থিত জাতুয়া গ্রামে ওই স্কুলছাত্রী তার বড়বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর তালতো ভাই সোলেমান মিয়া ৭ম শ্রেণীতে পড়–য়া স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এভাবে দীর্ঘদিন সম্পর্ক চলার কারণে ওই ছাত্রী অন্তঃসত্বা হয়ে পড়ে। আর এঘটনাটি আজ বুধবার সকালে (২৭শে জানুয়ারী) জানার পর চালতো ভাই সোলেমান মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যেতে চাইলে পুলিশ
গ্রেপ্তার করে। এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন বলেন-অভিযুক্ত তালতো ভাই সোলেমান মিয়াকে আজ সন্ধ্যায় সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।