প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) গতকাল মঙ্গলবার রাতে টঙ্গীর টিএন্ডটি কলোনী গেইট এলাকায় অভিযান চালিয়ে
ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে- ইব্রাহিম খলিল অপু (২৫) ও সুমন মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিনে ভরা দুই রাউন্ড গুলি ও ১৯৬০
পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ জানায়, সকাল ৬টায় টিএন্ডটি কলোনী গেইট এলাকায় র্যাব-১ এর এসআই
আলমগীর হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের দেহ তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিনে ভরা ২ রাউন্ড গুলি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেন।
টঙ্গীতে ২ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার, পিস্তল উদ্ধার
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।