,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

দরিদ্র মানুষের মাঝে ধারাবাহিক শীতবস্ত্র বিতরণ করেছেন চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী

নুরুল আলম টেকনাফ: মঙ্গলবার, ২৬শে জানুয়ারী ২০২১) দরিদ্র পরিবারে মাঝে ধারাবাহিক শীতবস্ত্র বিতরণ করেছেন হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী টেকনাফে হ্নীলায় চৌধুরী পাড়া রাখাইন পল্লীতে অর্ধশত শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছেন ২নং হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ আলীর পুত্র রাশেদ মাহমুদ আলী ২৫ জানুয়ারী ও ২৬ জানুয়ারী ধারাবাহিক ভাবে হ্নীলা চৌধুরী পাড়া দক্ষিণের চেরাংঘরে বাংলাদেশ ইয়ুথ রাখাইন এসোসিয়েশনের আয়োজনে অসহায়, অস্বচ্ছল ও দরিদ্র রাখাইন জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সমাজ কমিটির সভাপতি মংটিন অং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন চৌধুরী পাড়ার বিশিষ্ট সমাজসেবক ক্যাজলা চৌধুরী, চেন অংক্য রাখাইন, ক্যানি রাখাইন ও বোসে রাখাইনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি সংখ্যালঘু রাখাইন সম্প্রদায়ের নিরাপত্তা ও ভাগ্য পরিবর্তনে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করছেন বলে আশ^স্থ করেন। এরপর তিনি পর্যায়ক্রমে উক্ত গ্রামের অর্ধশত অসহায়, অস্বচ্ছল ও দরিদ্র রাখাইন পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন। শীতার্ত সংখ্যালঘু এসব পরিবারের মানুষ এই কম্বল পেয়ে আনন্দিত হয়ে সহায়তাকারীদের সর্বার্ঙ্গীন শুভ মঙ্গল কামনা করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ