নুরুল আলম টেকনাফ মঙ্গলবার ২৬ শে জানুয়ারী ২০২১) অবৈধ ইয়াবা ব্যবসায়ী ও হুন্ডী কারবারীদের নিয়ন্ত্রনে এজেন্ট ব্যাংকিং ঠিকানা অবৈধভাবে পৌরসভায় লাক্সারী সাজে সজ্জিত কিন্তু লাইসেন্স ঠিকানা বিভিন্ন ইউনিয়নের নামে, সুবিধালোভী ব্যাংক বিশাল মুনাফা হাতিয়ে অনুমোদন দিচ্ছে ২ এর ৫০ লাখ টাকা, যাতে সরকারী, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত অসহায় জনসাধারন, এজেন্ট ব্যাংকিং মালিকদের কোঠীপতি হবার অবৈধ পন্থা ধামাচাঁপা দিতে অার ইয়াবা, হুন্ডি কারবারীদেরদের কালো টাকা সাদা করার কাজে ব্যস্থ এসব এজেন্ট ব্যাংক, যাতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা বিভিন্ন ব্যাংকের পাশাপাশি এজেন্ট ব্যাংকের কার্যক্রম। দেখার কেউ যেন নেই একটা এজেন্ট ব্যাংক খুলতে সরকারী নিয়মনীতি দ্বারে কাছে নেই নামে মাত্র পৌরসভার ট্রেড লাইসেন্স, যাতে ও উল্লেখ নেই সঠিক চুক্তিনামার ঠিকানা ও মূলধন, যাতে সরকারের রাজস্ব ফাকিঁর একটা সুযোগ হিসেবে অবৈধ পন্থায় চালিয়ে যাচ্ছে ইয়াবা গড়ফাদার ও হুন্ডি ব্যবসায়ীরা মালিক সেজে, অবৈধ ব্যবসাকে নতুনরুপে ডেলে সাজার মুখোশ হিসেবে ব্যাবহার করার জন্য সমাজের চোখে ধুলো দিয়ে যাচ্ছে এসব এজেন্ট ব্যাংকের পরিচালকরা,যাতে দেখার কেউ নেই তাদের তাই সচেতন মহল দুদকের হস্তক্ষেপ কামনা করেন ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।