সুনামগঞ্জ ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ,ছাতক পৌরসভায় টানা ৪ বারের নির্বাচিত মেয়র আবুল কালাম চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সদ্য সমাপ্ত ছাতক পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আফরোজ মিয়া’র নেতৃত্বে ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও শুভাকাংখি। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার কনফারেন্স রুমে ফুলের তোড়া দিয়ে মেয়র আবুল কালাম চৌধুরীকে অভিনন্দিত করেন। ২ নং ওয়ার্ডবাসীর পক্ষে নব নির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আফরোজ মিয়া, এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের সুনামগঞ্জ জেলা ওলামা লীগের সাবেক সভাপতি, ছাতক সিমেন্ট কারখানার চার নং এলাকা মসজিদের খতিব ও পেশ ইমাম মাওঃ মাহফুজুর রহমান, দেলোয়ার হোসেন মোল্লা , মিজানুর রহমান, শাহ্ আলম, আব্দুল মতিন, জামাল মিয়া, জামিল আহমেদ, সাইদুর রহমান, হারুন উর রশীদ, মোঃ সাজান, সেলিম আহমদ, আলতাফ আলী, ইকবাল হোসেন,তাহির আলী, মনির মিয়া, রকি আহমদ, জসিম উদ্দিন, কামরুল হাসান, জাহাঙ্গীর হোসেন, রুবেল মিয়া, মামুন মিজিসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় নবনির্বাচিত মেয়র আবুল কালাম চৌধুরী ২নং ওয়ার্ডের পৌর নাগরিকদের বলেন আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় ও জননেত্রী, মমতাময়ী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আমাকে পুনরায় মেয়র পদে নির্বাচিত করায় আপনাদের কাছে চীর কৃতজ্ঞ ও পৌরসভার ২ নং ওয়ার্ডের সকল উন্নয়ন মূলক কাজ দ্রুত গতিতে আপনাদের নিয়ে করবো এটাই আমার প্রত্যাশা এবং ছাতক পৌরসভা কে একটি আধুনিক মডেল পৌরসভায় রুপান্তরিত করবো।##
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।