প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) রোবিবার সকালে টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪শ’ বোতল
চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। এসময় তাদেরকাছ থেকে ৪শ’ বোতল দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- কাজী নজরুল ইসলাম শেখ (৪৮) ও দেলোয়ার হোসেন (৩৪)।
র্যব সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয় হইতেছে। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএনএর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে টঙ্গীর দক্ষিণ আরিচপুর মফিজ কমিশনার রোড আজমত আলী স্মৃতি সংসদের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান
চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ টঙ্গী পূর্ব থানা এলাকায় বিভিন্ন স্থানে দেশীয় তৈরী চোলাইমদের অবৈধ ভাবে ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
টঙ্গীতে ৪শ’ বোতল চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।