,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

প্রধানমন্ত্রী’র প্রতিশ্রুতি মোতাবেক বাড়ী উপহার পেলেন অসহায় মুক্তিযোদ্ধা

মোঃ ফাহিম ফরহাদঃ অবশেষে সেই অসহায় বীর মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত প্রতিশ্রুতি মোতাবেক, উপহার হিসেবে পেলেন সম্পূর্ণ নির্মিত একটি বাড়ি, তাও খুব দ্রুত সময়ের মধ্যে। উপহার’র বাড়িটি সম্পূর্ণ প্রস্তুত শেষে অসহায় মুক্তিযোদ্ধা পরিবার’র হাতে তুলে দিলেন জেলা প্রশাসক, মঞ্জুরুল হাফিজ, চাঁপাইনবাবগঞ্জ।

সংবাদ প্রকাশের পর, অতি অল্প সময়ের ব্যবধানে, সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপনকারী অসহায় সেই বীর মুক্তিযোদ্ধা পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি সম্পূর্ণ প্রাস্তুতকৃত একটি বাড়ি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার’র পক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মুঞ্জুরুল হাফিজ নিজে স্ব-শরীরে উপস্থিত থেকে, শুক্রবার দুপুরের দিকে ১৩ শতক সরকারি খাস জমিতে তিনটি কক্ষ বিশিষ্ট নির্মিত এ বাড়ির চাবি তুলে দেন ঐ অসহায় মুক্তিযোদ্ধা পরিবার’র হাতে।

এ সময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা. উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সহকারী কমিশনার ভূমী শাহরিয়ার নাজির, সহকারী কমিশনার আশিস মমতাজ ও চন্দন কর, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু ও মাহফুজা খাতুনসহ অনান্যরা।

এছাড়াও মুক্তিযোদ্ধার তিন ছেলেকেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে তিন লাখ টাকা সহায়তা প্রদান করাসহ, সেই সাথে তাদের আবাসনের জন্যও পৃথক উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

অপরদিকে, আগামীকাল শনিবার এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান মন্ত্রী জেলায় আশ্রয়ণ প্রকল্প-২’র আওতায় প্রধানমন্ত্রীর পক্ষ্য থেকে ১ হাজার ৩১৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নসুরুদ্দিনের হাতে বাড়ির দলিল হস্তান্তর করবেন।

এছাড়াও শনিবার জেলার ৫ উপজেলায় ১ হাজার ৩১৯টি নির্মিত গৃহ গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে।

এর মধ্যে জেলার সদর উপজেলায় ১৩০টি, শিবগঞ্জ উপজেলায় ৭৩৭টি, গোমস্তাপুর উপজেলায় ৯৫টি, নাচোল উপজেলায় ২০০টি এবং ভোলাহাঁট উপজেলায় ১৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এই গৃহগুলো নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। টয়লেট ও রান্নাঘরসহ দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা প্রতিটি গৃহের নির্মাণ ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

এ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন, চাঁপাইনবাবগঞ্জ’র শুশীল সমাজ ও সুবিধাভূগী জনগণের অধিকাংশই।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ