জুয়েল শেখ জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে রিপন হোসেন ১৬ নামে ১ কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার মাদারপুর গ্রামের পাশে মাঠের আলু ক্ষেত থেকে ১ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। জয়পুরহাটের কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন । নিহত রিপন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাঝিয়া স্থল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। ওসি সেলিম মালিক জানান রিপন ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারের অটো রিকশা ও ভ্যান গ্যরেজে শ্রমিকের কাজ করত। গতকাল বৃহষ্পতিবার রাতে বাড়ি থেকে খাবার খেয়ে গ্যারেজে আসার পর সেখান থেকে একটি ব্যাটারী চালিত অটো রিকশা নিয়ে বের হয়ে আর গ্যারেজে ফিরে যায়নি নিহত রিপন। আজ শুক্রবার দুপুরে কৃষকেরা মাঠে কাজ করতে গেলে আলু ক্ষেত থেকে ১ কিশোরের মরদেহ দেখতে পেরে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পরে পুলিশ এসে মরদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। ওসি আরো জানান কোন অটো ছিনতাইকারী চক্র আরোহী সেজে অটো-রিকশা সহ রিপন কে কৌশলে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে তাকে শ্বাস রোধ করে হত্যার করে মরদেহ টি সেখানে ফেলে রেখে অটো রিকশা টি ছিনতাই করে নিয়ে যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।