রশিদুল ইসলাম রিপন,লালমনিরহাট প্রতিনিধি:-লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার, চামটাহাট তরুন প্রজন্ম কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব মোঃ আব্দুল কাদের, চেয়ারম্যান,২ নং মদাতী ইউনিয়ন পরিষদ। খেলায় সভাপতিত্ব করেন, জনাব মোঃ আফতাবুজ্জামান দুলাল, তরুন সমাজসেবক ও ইউ. পি সদস্য, ২নং মদাতী ইউনিয়ন পরিষদ। জনাব মোঃ আবুল কালাম আজাদ, সদস্য ও বিশিষ্ট সমাজসেবক, মদাতী। জনাব মোঃ শাহাজাদা আলম প্রমুখ সহ অনেকে উপস্থিত ছিলেন ।
উক্ত ফাইনাল খেলাটিতে চামটাহাট vs গাগলার পার লড়েছিল। খেলায় চ্যাম্পিয়ান পিয়াস ও প্রিন্স গাগলার পার রানার্সআপ জুলফিকার ও মিসহেট চামটা হাট।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খেলোয়ারদের, মাঝে পুরস্কার বিতরণ করেন,জনাব আলহাজ্ব মোঃ আব্দুল কাদের, চেয়ারম্যান,২ নং মদাতী ইউনিয়ন পরিষদ।