রিজভী হাসান (শান্ত) নতুন বছরের শুরুতেই বেশ কিছু অসাধারণ মৌলিক গান গেয়েছেন কন্ঠ শিল্পী রাজা আহমেদ
এর ভেতর চমৎকার একটি মিউজিক্যাল ফিল্ম বানিয়েছেন যার শিরোনাম ( কার বুকেতে হাসো )
অসাধারণ এই গান’টির শুভ মুক্তি দেয়া হবে
আগামী ২৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায়
এম,এন,পি মিউজিক বাংলা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
চমৎকার এই গানের মিউজিক পরিচালনায় ছিলেন বাংলাদেশের সুনামধন্য সংগীত পরিচালক অমিত চ্যাটা’জী সে বলেছেন যেমন লেখা তেমন সুর ভালো গেয়েছেনও রাজা আহমেদ আশা করি সবার ভাল লাগবে।
চমৎকার এই ভিডিও’টিতে অভিনয় করেছেন এ প্রজন্মের ফেমাস অভিনেতা আনান খান,নিলা এবং মাহাবুব তারা বলেছেন গল্প খুব ভালো ছিলো গান’টিও অসম্ভব সুন্দর সব মিলে খুব ভালো একটি মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম
সবাইকে ভিডিও’টি দেখার আমন্ত্রণ রইলো ।