জুয়েল শেখ জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে পঞ্চম ধাপে পৌর সভায় নির্বাচনের তারিখ ২৮ শে ফেব্রুয়ারি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জয়পুরহাটে আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রিক ভোটিং মেশিনে ইভিএম ভোট গ্রহণ হবে। আজ মঙ্গলবার ১৯ জানুয়ারি রাতে রাজধানীতে নির্বাচন কমিশন সচিবালয়ে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের তারিখ ২রা ফেব্রুয়ারি বাছাই ৪ঠা ফেব্রুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহার ১১ ফ্রেব্রুয়ারি। এ সময় পূর্বের পৌরসভা নির্বাচন নিয়ে মোহাম্মদ আলমগীর জানান ২ একটি বিচ্ছিন্ন ঘটনা কে নির্বাচন পরিস্থিতির অবনতি বলা যাবে না নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভাল বলেও মনে করেন সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। সচিব আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে বলে জেলা-উপজেলা সাংবাদিক দেরকে এ কথা জানান।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।