রশিদুল ইসলাম রিপন: লালমনিরহাটের হাতীবান্ধায় খানের বাজার এলাকায় ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে। ওই দুই পুলিশ সদস্য হাতীবান্ধা থানায় ডিএসবি শাখায় কর্মরত ছিলেন। সোমবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টা দিকে লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের খানের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাতীবান্ধা থানা পুলিশের ডিএসবি এসআই আব্দুল মতিন (৪৫) ও কনস্টেবল মজিবুল হক (৫০)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, হাতীবান্ধা থানা পুলিশের ডিএসবি শাখার কর্মরত এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম নির্ধারিত দায়িত্ব পালন শেষে হাতীবান্ধা থানায় ফেরার পথে উপজেলার খানের বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে তাদের মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চাকার নিচে পরে গিয়ে পিষ্ট হয়ে ঘটনাস্থালে তাদের মৃত্যু হয়। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মৃতদেহ উদ্ধার করেন।
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যের মৃত্যু।
ক্রাইম নিউজ ঢাকা
January, 18, 2021, 4:18 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, বিভাগীয় খবর, সারাদেশ |
197 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।