জুয়েল শেখ জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি কয়া সীমান্তে মাদকদ্রব্য বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন ফেন্সিডিল ও ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
ফেন্সিডিলগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়নের গুদামে জমা দেওয়া হয় আর ইলিশ মাছগুলো সীমান্তের পাড়ে অবস্থিত কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।
কয়া ক্যাম্পের টহল দলের কমান্ডার সুবেদার আলমঙ্গীর হোসেন বলেন, আজ শুক্রবার ভুঁইডোবা সীমান্ত এলাকা দিয়ে উদ্ধার কৃত মাদকগুলো পাচারের সময় বিজিবির সদস্যদের দেখে ৪৪০ বোতল ফেন্সিডিল ফেলে রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়।
অপর অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় কয়া মাঠের মধ্যে থেকে ৭৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয় বলে জানান এই কর্মকর্তা
সাংবাদিক লালন হোসেন সহ অন্যান্য সাংবাদিক বৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।