জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি পাথরঘাটা প্রতিবন্ধী স্কুল এ্যান্ড কলেজের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে আদিবাসী মাঝে ৪০০ শীতার্থদের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। আজ শুক্রবার দুপুরে পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার, মালো মহাসভা কেন্দ্র ও বৃদ্ধাশ্রমের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ বরমান হোসেন, স্থানীয় আঃলীগ নেতা চেয়ারম্যান পদপ্রার্থী জাহিনুর রহমান, দিলিপ কুমার প্রমূখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা পরিচালক ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধ বিহার স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সুশীলপ্রীয় ভিক্ষু এলাকার সুধীবৃন্দ সহ সাংবাদিক আল কারিয়া চৌধুরী ও অন্যান্য সাংবাদিক বৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।