জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলার পুনট রাস্তার মোড়ে একটি পাথর বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ৩৩০ বোতল ফেনসিডিল সহ ৪ জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার সকালের দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন পাবনার বেড়া উপজেলার বনোগ্রামের আব্দুস সামাদের ছেলে ট্রাকের চালক রিপন হোসেন ৩০ বিশালিকা গ্রামের সুরমোন আলীর ছেলে মামুন হোসেন ২৪ সাথিয়া উপজেলার দত্তকান্দি গ্রামের মৃত শের আলী ফকিরের ছেলে সেলিম ফকির ৩২ ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম ২৩
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এমএম মোহাইমেনুর রশিদ জানান হিলি স্থলবন্দর থেকে পাথর বোঝাই ট্রাকটিতে করে ঢাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে।
এমন সংবাদে র্যাব সদস্যরা কালাই উপজেলার পুনট তিন রাস্তার মোড়ে ট্রাকটি আটকিয়ে তল্লাশী করলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৩০ বোতল ফেন্সেডিল বেড়িয়ে আসে।
এসময় ট্রাকের ড্রাইভার সহ ৪জনকে গ্রেফতার ও পাথর সহ ট্রাকটি জব্দ করা হয়।
অনেক দিন থেকেই গ্রেফতার কৃতরা পাথর বোঝাই ট্রাকে বিভিন্ন ধরনের মাদক বিশেষ কায়দায় লুকিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল।
পরে তাদের বিরুদ্ধে কালাই থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান কর্মকর্তা।