জুয়েল শেখ জয়পুরহাট প্রতিনিধি: নাশকতার পরিকল্পনার অভিযোগে জয়পুরহটে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব সহ বিএনপির ২৩ জন নেতাকর্মী কে আটক করেছে জয়পুরহাট পুলিশ। আজ বুধবার দুপুরে জয়পুরহাট শহরের প্রধান সড়কে জেলা বিএনপি’র আহবায়কের ব্যাক্তিগত কার্যালয় থেকে তাদের কে আটক করা হয়েছে। জয়পুরহাট জেলা বিএনপি আহবায়ক ও যুগ্ম আহবায়ক ছাড়াও অন্যান্য আটক কৃতরা হলেন বিএনপি নেতা আনিছুর রহমান তালুকদার, আমিনুর রহমান বকুল সোহেল তালুকদার, তাজ উদ্দিন, মওদুদ আলম, ছাত্রদল নেতা রেজা হাাসান রনী সহ মোট ২৩ নেতাকর্মী। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একে এম আলমগীর জাহান জানান, জেলা বিএনপির আহবায়কের ব্যাক্তিগত কার্যালয়ে জেলা ও উপজেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছেন এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২৩ জন নেতাকর্মী কে আটক করা হয়। এ সময় সেখান থেকে লাঠিসোটা সহ বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন ও মাসুদ রানা প্রধান জানান, আগামী পৌর নির্বাচন কে কেন্দ্র করে আলোচনা করতে জয়পুরহাট সদর, কালাই ও আক্কেলপুর উপজেলা থেকে নেতাকর্মীরা জেলা বিএনপি.র আহবায়কের সাথে সাক্ষাত করতে আসলে পুলিশ তাদের আটক করে। নাশকতার পরিকল্পনা বা কোন অস্ত্র শস্ত্রের ঘটনা সঠিক নয় বলেও দাবী করেন বিএনপি নেতা কর্মীরা
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।