নুরুল আলম টেকনাফ) ক্রাইম নিউজ ঢাকা ডটকম এ বিঞ্জাপন দিন) টেকনাফে আইডিই এর পিএসএম পকল্প পরিদর্শন করেন ইউনিসেপ প্রতিনিধি দল। সোমবার (১১জানুয়ারী) দুপুরে টেকনাফ সদরের লেঙ্গুরবিল মুহিউচছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসায় এসে সরজমিনে উক্ত কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেপ এর মোহাম্মদ আলী, ওয়াসার আশফাকুর রহমান সজিব, টেকনিকেল অফিসার আব্দুল্লাহ মামুন, টিম লিডার সনজিব কুমার দাশ, টেকনাফ আইডিই এর পার্থ কুমার, ফিল্ড কডিনেটর রত্মা গোমেজ, হাইজিন স্পেশাল স্পেশালিষ্ট মোঃ কলি, মনিটরিং এন্ড এডভোকেসি অফিসার মোঃ একরামুল করিম ও আয়ুব আলী, সেনিটেশন ব্যবসায়ী সভাপতি মোঃ এমরান হোসেন সুমন। এ সময় উপস্থিত ছিলেন লেঙ্গুরবিল মুহিউচছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি, টেকনাফ পেসক্লাব আহবায়ক ও প্রতিষ্টাতা সভাপতি, দৈনিক কক্সবাজার বার্তা প্রএিকার সম্পাদক ও পকাশক মাওঃ মোঃ ছৈয়দ হোছাইন।
টেকনাফে ইউনিসেফ প্রতিনিধি দলের পকল্প কাজ পরিদর্শন
ক্রাইম নিউজ ঢাকা
January, 11, 2021, 6:10 pm
অন্যান্য, কক্সবাজার, বিভাগীয় খবর, সারাদেশ |
50 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।