টঙ্গী সংবাদদাতাঃ সমবার সকালে টঙ্গীর বিসিক এলাকার রেডিসন গার্মেন্টসের এক পোশাক শ্রমিককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জে ৩ শ্রমিক আহত, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হচ্ছে-মো: সানি হোসেন, অছিয়া আক্তার ও রোমানা আক্তার।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার কারখানার ভেতরে সুইং সেকশনের শ্রমিক রনি ও লাইনচীফ সোলেমানের সাথে কথা কাটাকাটি হয়। পরে ঘটনার দিন রাতেই বাসায় ফেরার পথে বহিরাগত লোকজন কারখানার সামনে রনিকে মারধর করে। এর জের ধরে শনিবার শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের নিকট ওই কর্মচারীকে অপসারনের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ আপত্তি জানায়। পরদিন রবিবার কারখানার মূল ফটকে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা এনামুল হক জানান, শ্রমিকদের এ আন্দোলনটি অযৌক্তিক। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) মো. নূরে আলম বলেন, টঙ্গী বিসিক এলাকার বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে আন্দোলন করতে চেয়েছিলো শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের অবস্থান কর্মসূচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।