নুরুল আলম টেকনাফ: সোমবারে ১১জানুয়ারী, ২০২১) শিশু-কিশোরদের চিত্র বিনোদনের জন্য কক্সবাজারের টেকনাফে স্বাস্থ্যবিধি মেনে “নাফ মেরিন শিশু পার্ক” এর উদ্ধোধন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া সমুদ্রসৈকত ও টেকনাফ-কক্মবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় পার্কটি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উদ্ধোধনী অনুষ্ঠানে নাফ মেরিন শিশু পার্কের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কবিরের সভাপতিত্বে টেকনাফ সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীলের সঞালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। পার্কের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন আজম, সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবরাং ইউনিয়নের আ.লীগের সভাপতি আবুল কালাম, পৌর আ.লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বাবুল সাংবাদিক প্রমূখ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো টেকনাফ প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ১রেজাউল করিম রেজা ও পৌর যুবলীগের সাবেক সভাপতি ৫নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিল পদ প্রার্থাী মনজুরুল করিম সোহাগ) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না ।ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নদী, সাগর ও পাহাড় সৌন্দর্যের লীলাভূমি টেকনাফ হলেও দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এতিম ও প্রতিবন্ধীদের শিশুদের পাকের প্রবেশ ফি ও রাইড সম্পূর্ণ ফ্রি ঘোষণা করা হয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে এলাকার শিশু-কিশোরদের চিত্তবিনোদনের কথা বিবেচনা করে সমুদ্রের বেলাভূমি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের পাশে মনোরম পরিবেশে শিশুদের মেধাবিকাশ ও প্রাকৃতিক পাঠের সুয়োগ সৃষ্টির জন্য এ পার্ক অনন্য ভূমিকা পালন করবে। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, মুজিব শত বর্ষ উপলক্ষে টেকনাফের কিছু যুবকের অর্থায়নে এ শিশু পার্ক স্থাপন করেছেন তাদের আমি অভিনন্দন। এটির স্থায়ীত্ত রাখার জন্য উপজেলা পরিষদ এগিয়ে আসবে বলে জানিয়েছেন তিনি আরও বলেন বঙ্গবন্ধু সোনার বাংলা সপ্নের জগত বাস্তবায়ন হয়ে আসবে ও মাদকের বিরুদ্ধে লড়াই করার জন্য অনুরোধ জানিয়েছেন এবং আগামী প্রজন্ম রক্ষার্থে
কক্সবাজার, টেকনাফ নাফ মেরিন শিশু পার্ক এর উদ্ধোধন)
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।