নুরুল আলম টেকনাফ চট্টগ্রাম হতে অপহৃত শিশু টেকনাফের ইউনিয়ন এলাকায় উদ্ধার!চট্টগ্রামে অপহৃত শিশু অপহরণ ও নির্যাতন মামলার জেরধরে পুলিশ অভিযান চালিয়ে হ্নীলার পাহাড়ী এলাকায় বসত-বাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সুত্র জানায়, ১০জানুয়ারী (রবিবার) রাতের প্রথম প্রহরের দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এসআই ইমাম হোসন ও টেকনাফ মডেল থানার এসআই রাফির সমন্বয়ে একটি যৌথ পুলিশের বিশেষ দল উপজেলার হ্নীলা ঊলুচামরীর মোঃ ইদ্রিসের বাড়ি হতে পাচলাইশ হিলভিউ আবাসিক এলাকার রোড নং-৩ এর বাসিন্দা আব্দুল মান্নানের শিশুপুত্র অপহৃত হওয়া আবদুল মোমেন রাইয়ান (৪) কে উদ্ধার করে। এরপর স্বজনদের নিকট হস্তান্তর করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। টেকনাফ মডেল থানার এসআই রাফি জানান,শিশু অপহরণ করে মুক্তিপণ দাবী করা চক্রের আস্তানা হতে শিশুটি উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেন। চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় (মামলা নং:১৫/০৯-০১-২১) এর ভিত্তিতে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়।
চট্রগ্রামে অপহরণ শিশু হ্নীলা ইউনিয়ন থেকে উদ্বার
ক্রাইম নিউজ ঢাকা
January, 10, 2021, 12:43 pm
অন্যান্য, কক্সবাজার, চট্টগ্রাম, বিভাগীয় খবর, সারাদেশ |
154 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।