রুহুল আমিন,স্টাফ রিপোর্টার:নীলফামারীর ডিমলায় শুক্রবার (৮ জানুয়ারি)২০২১ খ্রি: নীলফামারী জেলা কমিটির সভাপতি সুভাষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক রউফুল’র স্বাক্ষরিতে ১৫ সদস্য বিশিষ্ট ডিমলা রিপোর্টার্স ক্লাব’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান (সবুজ), সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক-বাসুদেব রায়, সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক রফিক বিন আল আজির, কোষাধ্যক্ষ মাসুদ রানা (মাসুদ),প্রচার সম্পাদক রুহুল আমিন,ক্রীয়া বিষয়ক সম্পাদক আব্দুল গফুর,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ,ত্রাণ বিষয়ক সম্পাদক আশিকুজ্জামান রতন, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বেগম। কার্যকরী সদস্য নুরুজ্জামান ইসলাম, দেলোয়ার হোসেন,ইয়ামিন ইসলাম, মোস্তাফিজুর রহমান (আলো)। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মের সাংবাদিকেরা ডিমলা উপজেলার উন্নয়নে কাজ করবে। ডিমলা উপজেলায় তাঁরা মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখবেন।
ডিমলা রিপোর্টার্স ক্লাব’র কমিটি গঠন
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।