,


শিরোনাম:
«» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপা-রাঙ্গাবালী উপজেলার বঙ্গ টিভির প্রতিনিধি তপন হাওলাদার আর নেই।

মোঃমাজহারুল ইসলাম মলিঃ জন্মালে মরিতে হইবে” চলে যেতে দেবনাহে, তবুও চলে যেতে হয়, এইতো বিধির বিধান। তাইতে বিধির বিধানের ডাকে পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি এবং প্রতিষ্ঠিত ব্যাবসায়ী মৃত, নিত্য রঞ্জন হাওলাদারের দ্বিতীয় ছেলে তপন হাওলাদার( ৫০) পারি জমিয়েছেন না ফেরার দেশে।

তিনি গতকাল ৭ জানুয়ারি দিবাগত রাতে গলাচিপা উপজেলার আনন্দ পাড়া তার নিজ বাসভবনে হ্নদযন্ত্র ক্রিয়ার ব্যাথা অনুভোব হলে, সাথে সাথে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আনুমানিক রাত তিন টা ত্রিশ মিনিটের সময়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার এই শোক বার্তা গনমাধ্যম ও সামাজিক যোগাযোগব্যবস্থা ফেইজবুকে ছড়িয়ে পরলে আকাশ বাতাশ ভারী হয়ে আসে। সকাল হতেই প্রিয় মানুষ তপন হাওলাদারকে একনজর দেখার জন্য সকল আত্নীয় স্বজন, ব্যাবসায়ী মহল, রাজনীতিক নেতৃ বৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ্, প্রেস ক্লাবের সভাপতি খালিদ হোসেন মিল্টন সহ গনমাধ্যম কর্মীরা তার বাসভবনে উপস্থিত হন।

পরে বেলা সারে দশটার দিকে তপন হাওলাদারে সৎকার উদ্দেশ্যে তার গ্রামের বাড়ী ২নং গোলখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ নাসিরুদ্দিন হাওলাদার ও গোলাখালী ইউনিয়ন আ’লীগ এর সাধারণ সম্পাদক আঃ হালিম হাওলাদার এর উপস্থিতিতে ২ নং ওয়ার্ডের বিজয় হাওলাদারের বাড়ীতে নেওয়া হয়।

উল্লেখ্য, তপন হাওলাদার মৃত্যুকালে,, এক স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ