নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতাঃনিয়ামতপুরে ছাতড়া হাটের রাস্তার দক্ষিণ পাশে সরকারি জায়গা অবৈধ দখলের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ছাতড়া হাটের মধ্যে দিয়ে যে রাস্তা গিয়েছে, রাস্তাটি পূর্বে প্রশস্ত করণের জন্য উত্তর পাশের সরকার সুপার মার্কেট মালিক সোহরাব হোসেন দুই তলা মাটির ঘর ভাঙ্গিয়ে রাস্তা প্রশস্ত করণের জন্য দেয়। কিন্তু দক্ষিণ পাশে ড্রেন থাকায় ড্রেনের দক্ষিণ পাশে রাস্তার জায়গা অবৈধ ভাবে দখল করে চৌধুরী মার্কেট, খলিল হোটেল, মা হোটেল, সহ কিছু দোকানপাট গড়ে ওঠেছে।
সরকার সুপার মার্কেটের মালিক সোহরাব হোসেন বলেন, পূর্বে রাস্তা প্রশস্ত করণের জন্য আমি আমার মার্কেট ও ঘর ভাঙ্গিয়ে দেয়। কিন্তু এ পর্যন্ত খলিল হোটেল, চৌধুরী মার্কেট, মা হোটেল, এবং চালের দোকান সরকারি রাস্তার জায়গা দখল করে আছে।
ছাতড়া হাটের দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক বলেন, খলিল হোটেলের কিছু জায়গা সরকারের জায়গায় পড়েছে। তা আমি জানি। তবে অন্য মার্কেটের কথা বলতে পারছিনা ।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলার নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিয়ামতপুরে ছাতড়া হাটের রাস্তার পাশের সরকারি জায়গা দখলের অভিযোগ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।