ফাহিম ফরহাদ: চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর খবর, আজ শনিবার ০২/০১/২০২১ রাত আনুমানিক ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের পায়খানার সেপ্টিক ট্রাঙ্কি থেকে শিশুর লাশ উদ্ধার করেছে সদর পুলিশ নবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার ভেলুর মোড় থেকে গত বৃহস্পতিবার ৩১ শে ডিসেম্বর ২০২০খ্রি. বিকেল থেকে নিখোঁজ হয় রাজমিস্ত্রী মো. সুজন আলীর ছেলে (৩ বছর বয়সী) ছেলে রোহান, সদর থানা এলাকা হতে নিখোঁজের ঘটনাটি জানালে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা তৎপর হয়। আজ ০২/০১/২০২১খ্রি. শনিবার রাত আনুমানিক ৯ টার সময় শহরের বিভিন্ন মোড়ের সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে সদর হাসপাতালের পশ্চিম পার্শ্ব থেকে পায়খানার সেপ্টিক ট্রাঙ্কি থেকে নিখোঁজ রোহানের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান ও ইকবাল হোসেন। তিনারা জানান যে, ৩১ডিসেম্বর ২০২০খ্রি. তাং নিখোঁজ হওয়ার পর থেকে শিশু রোহানকে উদ্ধার করতে সদর থানা ও জেলা গোয়েন্দা সংস্থা শহরের বিভিন্ন সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে সদর হাসপাতালের সিসিটিভি দেখে হাসপাতালের পশ্চিম দিকে পায়খানার সেপ্টিক ট্র্যাকিং থেকে শিশু রোহান এর মরদেহ উদ্ধার করে বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান এবং খুনিকে গ্রেফতার করতে জেলার বিভিন্ন জায়গায় পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জে ৩ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার
ক্রাইম নিউজ ঢাকা
January, 3, 2021, 7:05 am
অন্যান্য, আইন-আদালত, চাঁপাইনবাবগঞ্জ, বিভাগীয় খবর, সারাদেশ |
84 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।