প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) শুক্রবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে ‘সোনার তরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ’ এর উদ্যোগে কলেজ গেইট, চেরাগআলী, হোসেন মার্কেট বাসমান মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী, উপদেষ্টা শাহাদাত হোসেন, কার্যনির্বাহী সদস্য আশরাফুল অপু, তানজিদুল ইসলাম তামিম, মিরাজুল রহমান রায়হান, রাইসুল ইসলাম ফাহিম, সেলিম গাজী, মডরটর ইমরান হোসেন প্রমুখ। প্রতিষ্ঠাতা পরিচালক সাদ্দাম হোসেন হাদী তার বক্তব্যে বলেন, দুস্থ-অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
সোনার তরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ টঙ্গীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।