প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) শুক্রবার সকালে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ স্বাস্থ্যবিধি মেনে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এড. আজমত উল্লা খান, গাজীপুর জজ কোটের স্পেশাল পিপি এড. মো: শাহজাহান, সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান ও জাহান আরা বেগম, সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন, রতন কুমার ঘোষ, কলেজ ইনচার্জ আব্দুল আলীম, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আশরাফ আলী, আবুবকর সিদ্দিক, আহসান হাবীব প্রমুখ। ছাত্র-ছাত্রীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে উল্লাসিত।
টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ
ক্রাইম নিউজ ঢাকা
January, 1, 2021, 1:53 pm
অন্যান্য, গাজীপুর, তথ্য প্রযুক্তি, বিভাগীয় খবর, শিক্ষা, সারাদেশ |
53 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।