ঈশ্বরদী প্রতিনিধি: সৌরভ কুমার দেবনাথ পাবনায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পাবনা জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়কে পরিবহন থেকে অতিরিক্ত চাঁদা আদায় ও পাবনার যানবাহন ভাঙচুর এবংপরিবহণ শ্রমিকদের মারধরের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে মালিক ও শ্রমিকরা। এছাড়া শুক্রবার রাতে এবং শনিবার সকালে পাবনার বাস মালিক ও শ্রমিকরা দফায় দফায় বৈঠক করলেও কোনও সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়। সমস্যা সমাধানে আজ রোববার (২৭ ডিসেম্বর) পাবনা প্রেসক্লাবে যৌথভাবে সংবাদ সম্মেলন ডেকেছে পাবনা জেলা মোটর মালিক গ্রুপ ও পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। এর আগে পাবনার শ্রমিকদের মাঝে মধ্যেই মারধর করার এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের উপর দিয়ে যানবাহন চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে পাবনা থেকে ঢাকাগামী সকল প্রকার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পাবনা বাস মালিক-শ্রমিক সংগঠন। পাবনা জেলা মোটর মালিক গ্রুপ সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাস শ্রমিকরা দীর্ঘদিন ধরে পাবনার কোচ ও বাস ড্রাইভারদের মাঝে মধ্যেই বিনা কারণে মারধর করে। পাবনার মালিক শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চেয়ে কোনও ফল পায়নি। আমরা এর স্থায়ী সমাধান চাই। তাই রোববার সংবাদ সম্মেলনে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হতে পারে। পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান জানান, আমরা কয়েকবার বৈঠকে বসেছি। কিন্তু শাহজাদপুরের শ্রমিকরা কিছুতেই কথা শুনছে না। এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ঢাকাগামী সকল প্রকার বাস চলাচল বন্ধ থাকবে। পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সিরাজগঞ্জ এবং পাবনার মালিক ও শ্রমিকরা নিজেরাই আলোচনা করছেন। তারা ব্যর্থ হলে প্রশাসন পরিবহন ধর্মঘট নিরসনে কাজ শুরু করবে।
অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পাবনা জেলা পরিবহন মালিক
ক্রাইম নিউজ ঢাকা
December, 31, 2020, 6:50 am
অন্যান্য, আইন-আদালত, পাবনা, বিভাগীয় খবর, সারাদেশ |
165 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।