,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

আসন্ন বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব ব্যাবস্থাপনা কমিটি নির্বাচন ২০২১-২০২২ ফরিদা ইয়াসমিন ও ওমর ফারুক পরিষদ

ফাহিম ফরহাদ, এ্যাডমিন আসন্ন জাতীয় প্রেসক্লাব বাংলাদেশ নির্বাচন’র ভোট গ্রহন শুরু হবে আগামী ৩১শে ডিসেম্বর ২০২০ খ্রি. রোজ বৃহস্পতিবার সকাল ১১টায়। ভোট গ্রহন শেষ হবে বিকেল ৫টায়। এরপর চলবে ভোট গননা, ভোট গননা শেষে আনুষ্ঠানিক ভাবে কর্তৃপক্ষ ফলাফল ঘোষনা করার তথ্য নিশ্চিত হওয়া গেছে বিশ্বস্ত সূত্রে। জানা যায় ফরিদা ইয়াসমিন ও ওমর ফারুক পরিষদ কমিটি হতে বিপক্ষ দলের পরিষদ কমিটি’র সাথে লড়বেন ৭জন প্রার্থী বিভিন্ন পদে, সদস্য হিসেবে নির্বাচনে লড়বেন ১০জন প্রার্থী অপর পরিষদের প্রার্থীদের সাথে। আসন্ন জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে প্রার্থী হিসেবে ফরিদা ইয়াসমিন ও ওমর ফারুক পরিষদে’র কমিটিতে রয়েছেন যারা, এক নজরে পরিষদ কমিটির বিভিন্ন পদের প্রার্থীগণ ১. ফরিদা ইয়াসমিন সভাপতি পদ প্রার্থী, ব্যালট নং -২। ২. মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক পদ প্রার্থী, ব্যালট নং -২। ৩. আজিজুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি পদ প্রার্থী, ব্যালট নং-১। ৪. রেজোয়ানুল হক রাজা, সহ-সভাপতি পদ প্রার্থী, ব্যালট নং ২। ৫. মাঈনুল আলম, যুগ্ম-সম্পাদক পদ প্রার্থী, ব্যালট নং-৩। ৬. মো. আশরাফ আলী, যুগ্ম- সম্পাদক পদ প্রার্থী, ব্যালট নং-৪। ৭. শাহেদ চৌধুরী, কোষাধ্যক্ষ পদ প্রার্থী, ব্যালট নং-১। জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে ফরিদা ইয়াসমিন ও ওমর ফারুক পরিষদে, সদস্য পদে লড়বেন যারা, ১. আইয়ুব ভূঁইয়া, ব্যালট নং-১। ২. জাহিদুজ্জামান ফারুক, ব্যালট নং-৫। ৩. বিশ্বজিৎ দত্ত, ব্যালট নং-৮। ৪. ভানু রঞ্জন চক্রবর্তী, ব্যালট নং-৯। ৫. মহিউদ্দিন সরকার, ব্যালট নং-১২। ৬. রহমান মুস্তাফিজ, ব্যালট নং- ১৬। ৭. রফিক আহমেদ মুফদি (আহমেদ মুফদি), ব্যালট নং- ১৭। ৮. রেজানুর রহমান, ব্যালট নং-১৮। ৯. শাহনাজ সিদ্দিকী সোমা, ব্যালট নং -২১। ১০. সলিমউল্লাহ্ সেলিম, ব্যালট নং-২৩। সূত্র প্রতিবেদককে নিশ্চিত করেছে যে, ফরিদা ইয়াসমিন, সভাপতি পদ প্রার্থীসহ পরিষদে’র সকল প্রার্থীগণ সাংবাদিক ভোটারদের নিকট অঙ্গীকারাবদ্ধ, যে সকল বিষয়ে কার্যক্রম নিশ্চিত করবেন পরিষদের প্রার্থীগণ বীজয়ী হলে, একনজরে অঙ্গীকার নামায় যুক্ত অঙ্গীকার সমূহ যথাক্রমে…. ★ বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণ। ★যোগ্য সাংবাদিকদের সদস্য পদ প্রদান। ★ সদস্যদের জন্য সুযোগ সুবিধা আরও (বৃদ্ধি করণ) বাড়ানো। ★ জাতীয় প্রেস ক্লাবকে মুক্তিযোদ্ধের চেতনায় পেশার মানোন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ