ঈশ্বরদী :সৌরভ কুমার দেবনাথ আজ ২৮ ডিসেম্বর ২০২০ তারিখ রাত্রী ০২.০০ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ঢাকা জেলার সাভার থানাধীন আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে পাবনা জেলার সদর থানার দোগাছী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার বকুল শেখ (৩৫), পিতা- দুলাল শেখ, সাং-দক্ষিণ রামচন্দ্রপুর, থানা- পাবনা সদর, বকুল হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামী মখলেছ (৬২), পিতা- মৃত মাখন নিকারী, এজাহার নামীয় ৪নং আসামী ডালিম (৩৮), পিতা- মখলেছ, এজাহার নামীয় ৫নং আসামী আলিম (৩৫), পিতা- মখলেছ, এজাহার নামীয় ৬নং আসামী রুবেল (৩৩), পিতা- মখলেছ, এজাহার নামীয় ৭নং আসামী আদেশ (৩০), পিতা- মখলেছ, সর্ব সাং- অনন্ত নিকারীপাড়া, থানা- পাবনা সদর, জেলা- পাবনাগণদের গ্রেফতার করা হয়। গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে মোট ০৭ টি মোবাইল, ০৬ টি সীম কার্ড ও নগদ ৫০,৯১৫ টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মৃত বকুল মেম্বার এর সাথে তাহাদের দীর্ঘদিন যাবত স্থানীয় অনন্ত মোড়ের সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোবাইকের ষ্ট্যান্ডের দখল নেওয়া নিয়ে বিরোধ ছিল। এর জেরেই ইউপি সদস্য বকুল মেম্বারকে হত্যা করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ধৃত এজাহার নামীয় আসামীদেরকে পাবনা সদর থানা হস্তান্তর করার প্রস্তুতি চলিতেছে।
পাবনা ইউপি মেম্বার বকুল হত্যা মামলার ৫ জন আসামী গ্রেফতার
ক্রাইম নিউজ ঢাকা
December, 28, 2020, 12:18 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, বিভাগীয় খবর, সারাদেশ |
197 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।